বগুড়া উত্তরবঙ্গের একটি শিল্প ও বাণিজ্যিক শহর। এটি রাজশাহী বিভাগ এর অন্তর্গত। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। ইহা একটি শিল্পের শহর। এখানে ছোট ও মাঝারি ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বগুড়া জেলায় প্রাচীনতম ইতিহাস রয়েছে। বগুড়া জেলা পুন্ড্রবর্ধনের রাজধানী ছিল। যা বর্তমান মহাস্থানগড় নামে পরিচিত। বগুড়া শহরের আয়তন ৭১.৫৬ বর্গকিলমিটার যা ২১ টি ওয়ার্ড নিয়ে গঠিত। বগুড়া শহরে ‘‘শহীদ চান্দু’’ নামে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। এছাড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (সরকারি) শহর থেকে সমান্য দুরেই অবস্থিত। বগুড়া দইয়ের জন্য খুবই বিখ্যাত। বগুড়া শহর থেকে ১১ কিঃমিঃ উত্তরে শিবগঞ্জ উপজেলায় মহাস্থানগড় অবস্থিত, যা একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং সে সময় পুন্ড্রনগর নামে পরিচিত ছিল।
ইতিহাসঃ
ইতিহাস থেকে জানা যায় বাংলার প্রাচীনতম একটি শহর বগুড়া। ভারতের রাজা ‘‘আশকা’’ বাংলা জয় করার পর এর নাম রাখেন পুন্ড্রবর্ধন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বগুড়া ৭ নং সেক্টরের অধীনে ছিল।
ভৌগোলিক অবস্থান
বগুড়া শহর করতোয়া নদীর কোল ঘেঁষে অবস্থিত। করতোয়া নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে বগুড়াকে দুই ভাগে বিভক্ত করেছে। বগুড়ার উত্তরে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা পশ্চিমে নওগাঁ জেলা দক্ষিণে সিরাজগঞ্জ জেলা এবং পূর্বে যমুনা নদী।
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর বগুড়া জেলার প্রাথমিক ফলাফল
জেলা ভিত্তিক জনসংখ্যা
জেলা |
মোট জনসংখ্যা |
লিঙ্গ ভিত্তিক বিভাজন |
লিঙ্গানুপাত |
|||
পুরুষ |
মহিলা |
হিজড়া |
মোট |
|||
বগুড়া |
৩৭,৩৪,৩০০ |
১৮,৫২,১৯৩ |
১৮,৮০,৪৮০ |
৪৩৩ |
৩৭,৩৩,১০৬ |
৯৮.৫০ |
জেলা ও লিঙ্গ ভিত্তিক স্বাক্ষরতার হার
জেলা |
মোট (পুরুষ ও মহিলা) |
পুরুষ |
মহিলা |
হিজড়া |
বগুড়া |
৭২.৪৪ |
৭৫.৩৯ |
৬৯.৫৬ |
৫৮.৪১ |
জেলা অনুযায়ী ধর্মভিত্তিক জনসংখ্যা
জেলা |
মুসলমান |
হিন্দু |
বৌদ্ধ |
খ্রিস্টান |
অন্যান্য |
বগুড়া |
৯৪.১৩ |
৫.৮০ |
০.০০ |
০.০২ |
০.০৫ |
জেলা ও লিঙ্গ ভিত্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা
জেলা |
মোট |
পুরুষ |
মহিলা |
শতকরা হার |
বগুড়া |
৫৯৯৩ |
২৯৭৯ |
৩০১৪ |
০.৩৬ |
জেলা ভিত্তিক জনসংখ্যা, খানা, খানার আকার ও জনসংখ্যান ঘনত্ব
জেলা |
জনসংখ্যা |
খানা |
খানার আকার |
জনসংখ্যান ঘনত্ব |
বগুড়া |
৩৭,৩৪,৩০০ |
১০,২৫,২৪৯ |
৩.৬৪ |
১২৮৮ |
পল্লী ও শহর ভিত্তিক জনসংখ্যা
জেলা |
পল্লী |
শহর |
||||
বগুড়া |
পুরুষ |
মহিলা |
হিজড়া |
পুরুষ |
মহিলা |
হিজড়া |
১৩,৬৬,১২১ |
১৪,০৫,৪৮২ |
২৮৯ |
৪,৮৬,০৭২ |
৪,৭৪,৯৯৮ |
১৪৪ |
বাসগৃহের সংখ্যা
জেলা |
পল্লী |
শহর |
বগুড়া |
৭,৩২,৯০৪ |
১,৯৫,৯৪৮ |
বসবাসের ধরন অনুযায়ী জেলাভিত্তিক খানার সংখ্যা ও জনসংখ্যা
জেলা |
মোট |
বস্তি |
ভাসমান |
বস্তি ও ভাসমান খানা ব্যতীত অন্যান্য |
খানার আকার |
|||
বগুড়া |
খানার সংখ্যা |
খানার সংখ্যা |
জনসংখ্যা |
খানার সংখ্যা |
জনসংখ্যা |
খানার সংখ্যা |
জনসংখ্যা |
|
১০,২৫,২৪৯ |
১৯৬৬ |
৭৫৮৭ |
২৭৪ |
৩০০ |
১০,২৩,০০৯ |
৩৭,২৬,৪১৩ |
৩.৬৪ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS