বাংলাদেশ সরকারের চাহিদা মোতাবেক জনসংখ্যা, কৃষি, জাতীয় আয় ও বাণিজ্য, স্বাস্থ্য ও পুষ্টি, শিল্প ও শ্রম সংক্রামত্ম বিষয়ে সঠিক ও মানসম্মত হালনাগাদ পরিসংখ্যান সরবরাহ করা। পাশাপাশি নীতি নির্ধারক পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ, প্রশাসক ও সুশীল সমাজের চাহিদা মোতাবেক গবেষণা/জরিপ কার্য পরিচালনার মাধ্যমে সংগৃহীত তথ্য ও উপাত্ত পরিবেশন করা।
সেবাসমূহঃ
(১) দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষগ্রন্থ প্রকাশ;
(২) প্রতি দশ বৎসর অন্তর আদম শুমারি, কৃষি শুমারি এবং অর্থনৈতিক শুমারি পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ;
(৩) মোট দেশজ উৎপাদন (GDP)এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক (Indicators) যথা- সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয় ইত্যাদি নিরূপন ও প্রকাশ;
(৪) ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহৃত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য অমত্মর্ভুক্ত করে মাস ভিত্তিক ভোক্তা মূল্যসূচক (CPI)নিরূপন ও প্রকাশ;
(৫) বৈদেশিক বাণিজ্য পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ;
(৬) বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরী হার ও মজুরী সূচক প্রস্ত্তত ও প্রকাশ;
(৭) বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমাণ এবং ভূমি ব্যবহার সংক্রামত্ম পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ;
(৮) শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ;
(৯) মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপনের জন্য Gender Statistics প্রস্ত্তত ও প্রকাশ; এবং
(১০) খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রস্ত্তত ও প্রকাশ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS