বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০) ৯৭.৫ ; স্থূল জন্মহার ১৯.৩; স্থূল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) । সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৬.৮% (২০২২) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৮৬% (জানুয়ারী ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)। জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P) । জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P) । মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা । রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা । রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা । সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩
বগুড়া জেলার জনসংখ্যা ৩৭,৩৪,২৯৭ জন। নারী ১৮,৫৩,১০২ জন, পুরুষ ১৮,৮০,৮৬১ জন। উপজেলার জনসংখ্যা (হিজড়া ব্যতীত)- আদমদীঘি ২,০৬,৭৯৭ জন, বগুড়া সদর ৬,৫৭,৭৯০ জন, ধুনট ৩,০৭,৫২১ জন, দুপচাঁচিয়া ১,৯৫,০৭৫ জন, গাবতলী ৩,৪৪,৯০২ জন, কাহালু ২,৩৪,৫৮৫ জন, নন্দিগ্রাম ২,০০,২৯৪ জন, সারিয়াকান্দি ২,৭৬,১৯৯ জন, শাজাহানপুর ৩,৩৩,৬৭৬ জন, শেরপুর ৩,৮৩,৫৩৯ জন, শিবগঞ্জ ৪,০০,৪৫৬ জন, সোনাতলা ১,৯৩,৪৬৩ জন। বগুড়া জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১২৮৮ জন। বগুড়া জেলার স্বাক্ষরতার হার (৭ বছর এবং উর্দ্ধে) ৭২.৫৫। বগুড়া জেলার কাজের ক্ষেত্র-কৃষি ৪৭.৭৪%, শিল্প ১১.৮৩%, সেবা ৪০.৪৩%। বগুড়া জেলার খানার সংখ্যা ১০,২৫,২০০। বগুড়া জেলার খানার আকার ৩.৫৮। সূত্রঃ জনশুমারি ও গৃহগণনা ২০২২
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
Md. Sohel Rana
Deputy Director (Incharge)
District Statistics Office, Bogura
Mobile : 01717-111665
E-mail : sranabbs36@gmail.com
পোলিং
মতামত দিন